চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

অনলাইন ডেস্ক

৩ মে, ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ

তিনবছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসলে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানান স্বজন ও ভক্তরা।

মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। তিনি জানান, মামুনুল হকের বিরুদ্ধে ৩৭টি মামলা রয়েছে।

ইতিপূর্বে তিনি ৩৬টি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। গতকাল বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি। জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌছায়। সব মামলার জামিনের আদেশের কপি যাচাই-বাছাই শেষে শুক্রবার সকাল ১০টায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২ মে) রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মেলেনি। তখন কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন, আজ মামুনুল হককে মুক্তি দেওয়া সম্ভব হবে না। তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই চলছে।

জানা গেছে, আজ মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন।

মামুনুল হকের ছেলে যিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল কারা ফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশে চলে যান। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ‘আলহামদুলিল্লাহ ভালো আছি’ ছাড়া আর কোনো কথা বলেননি তিনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট