চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে কাল

অনলাইন ডেস্ক

১ মে, ২০২৪ | ১১:০৮ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (২ মে)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন চলবে মাত্র ছয় কার্যদিবস।

 

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

 

বৃহস্পতিবার অধিবেশনের প্রথম বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতবি হবে। রেওয়াজ অনুযায়ী সংসদের কোনও সদস্য মারা গেলে সব প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে অধিবেশন মুলতবি করা হয়। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল হাই গত ১৬ মার্চ মারা গেছেন।

 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গ্রাম আদালত বিল ২০২৪, সংশোধিত স্থানীয় সরকারসহ ৪টি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।

 

জুনের প্রথম সপ্তাহে বসবে বাজেট অধিবেশন। চলবে মাসব্যাপী। এর আগে ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। যা শেষ হয় ৫ মার্চ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট