চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিজিএমইএর নতুন সভাপতি কচি, প্রথম সহ সভাপতি নজরুল

বিজ্ঞপ্তি

১৪ মার্চ, ২০২৪ | ১০:৫৫ অপরাহ্ণ

বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের নতুন অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৮টি অফিস বেয়ারার পদে ৮ জন প্রার্থী তাদের নমিনেশন জমা দেন এবং বোর্ড কর্তৃক যাচাই বাছাই করা হয়। পরে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় কোনো পক্ষ আপিল না করায় নির্বাচন বোর্ড নমিনেশন দাখিলকৃত প্রার্থীদের অফিস বেয়ারার পদে নির্বাচিত ঘোষণা করে।

এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মান্নান (কচি)। এছাড়াও বাকি পদে নির্বাচিত হয়েছেন প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহ- সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

আগামী ৬ এপ্রিল বিজিএমইএর বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট