চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পিরোজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

অনলাইন ডেস্ক

৮ মার্চ, ২০২৪ | ১:২৩ অপরাহ্ণ

পিরোজপুর সদর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ৭ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সদরের পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত, খাইরুলের নাম জানা গেছে। বাকি তিনজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি বাস ইন্দুরকানীর চন্ডিপুরের দিকে যাচ্ছিল। ঝাউতলা এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। রাস্তার পাশে থাকা মোটরসাইকেলের সঙ্গেও বাসটির ধাক্কা লাগে। এ সময় অটোরিকশা-মোটরসাইকেলের তিনজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

সদর থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুরুষ পাঁচজন ও দুইজন নারী। আহত হয়েছে আরও ৭-৮ জন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট