চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সিঙ্গাপুরের ভিসা কেন্দ্র এজেন্ট হিসেবে পিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরসের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

৫ মার্চ, ২০২৪ | ১১:০৩ অপরাহ্ণ

বাংলাদেশে সিঙ্গাপুরের জন্য অনুমোদিত ভিসা কেন্দ্রের এজেন্ট হিসেবে যাত্রা শুরু করল পিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস। এর সাথে যুক্ত আছে ভারতের মিশনারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল গ্লোবাল টেকনোলজিস লিমিটেড।

 

শনিবার ( ২ মার্চ,২০২৪) রাজধানী গুলশানের পিবিএল টাওয়ারে এক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স শীলা পিল্লাই। এ সময় তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার আশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস-এর সিইও পার্থ শরথী চক্রবর্তী এবং ডিইউ ডিজিটাল গ্লোবাল টেকনোলজিস সিইও শিবাজ রায়।

 

ভিসা প্রার্থীরা রোববার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ভিসা আবেদন করতে ঢাকার কেন্দ্র, গুলশান-২ সার্কেল, ১৭তম পিবিএল টাওয়ারের ১৩ তলায় যেতে পারেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট