চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

মূল্যস্ফীতি নিয়ে সরকারের মধ্যে কিছুটা অস্বস্তি আছে বলে স্বীকার করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘কিন্তু মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না।’

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘প্রেসার তো আছে কিছুটা। কিন্তু খুব যে একেবারে বেশি প্রেসার এমন না। মরে গেছি, আমরা এমন না। মরে গেছি? কিছুটা অস্বস্তি আছে। কারণ আমরা দেখতে চাই যে, এটা উপরে যাচ্ছে, অর্থনীতি। ওভারঅল উপরে যাচ্ছে।’

 

বিদেশি ঋণের সুদ পরিশোধে কিছুটা চাপে থাকার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল, কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।’

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট