গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম শনিবার বলেন, ইজতেমার মুরুব্বিদের সঙ্গে কথা বলে তিনি এই সময় জানতে পেরেছেন।
বিকালে ইজতেমা মাঠ সংলগ্ন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সমানে ব্রিফিংয়ে কমিশনার বলেন, আমরা আখেরি মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।
“ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না। তারা ড্রাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। তবে ইজতেমায় অংশগ্রহণকারীদের গাড়ি আসতে পারবে। মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। ইজতেমায় আগতদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না।”
কমিশনার বলেন, “ঢাকা মহানগর পুলিশ এলাকায় একইভাবে সাধারণ জনগণের গাড়ি কুড়িল বিশ্বরোড থেকে ড্রাইভার্ট করে তিনশ ফিটের দিকে যাবে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ড্রাইভার্ট করে দেবে। এদিকে কোনো গাড়ি চলতে পারবে না। এটাই আমাদের ট্রাফিক পরিবর্তন।”
এ ছাড়া যখন আখেরি মোনাজাত শেষ হবে তখন চেষ্টা করা হবে, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারটি আগে চালু করার জন্য। ফ্লাইওভার চালু হলে আস্তে আস্তে যানবাহনগুলো ভেতরে ঢুকবে, অনেক মানুষ তখন দ্রুত চলে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন কমিশনার।
পূর্বকোণ/এএইচ