গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন মতিউর রহমান ও এখলাছুর রহমান। এ নিয়ে এবারের ইজতেমায় পাঁচ জনের মৃত্যু হলো।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে মতিউর রহমান ও এখলাছুর রহমানের মৃত্যু হয়।
মতিউর রহমান জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। শ্বাসকষ্ট শুরু হলে তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখলাছুর রহমান (৭০) নেত্রকোণা জেলার সদর থানার স্বলফদুগিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। বার্ধক্যজনিত কারণে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এর আগে ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হয়। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয় গত বুধবার। বৃহস্পতিবার মারা যান আরেকজন।
পূর্বকোণ/এসি