বাংলাদেশে করোনার অমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই কথা জানিয়েছে।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জানান, পাঁচ জন ব্যক্তির নমুনা পরীক্ষায় অমিক্রণের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরন শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস খানেক আগেই নতুন এই উপধরনের কথা বিশ্ববাসীকে জানিয়েছেন। সংস্থাটি বলেছে, নতুন এই উপধরনটি অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।
পূর্বকোণ/পিআর /এএইচ