
নিজের নির্বাচনী এলাকায় ভোট নিয়ে ভাল খবর পেলেও দেশের অন্য অনেক জায়গা থেকে ভাল-মন্দ দুই ধরনের প্রতিক্রিয়াই পাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রবিবার নিজের নির্বাচনি এলাকা রংপুর-৩ এর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সংসদে বিরোধী দলের উপনেতা বলেন, এখন পর্যন্ত যতটুকু খবর পেলাম, রংপুরের পরিস্থিতি ভালো, উপস্থিতিটাও স্বাভাবিক। তবে অন্যান্য জায়গা থেকে যেসব খবর পাচ্ছি সেগুলো স্বস্তিদায়ক নয়।
কুমিল্লা থেকে খবর পেলাম জাতীয় পার্টির সব পোলিং এজেন্টদের আওয়ামী লীগের লোকজন বের করে দিয়েছে। গতকাল রাতের খবর হলো, ঢাকা-১ আসনে ভোট ডাকাতির পরিস্থিতি তৈরি করে রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এসব হচ্ছে বলে আমরা খবর পেয়েছি। আবার অনেক জায়গা থেকে শান্তিপূর্ণ ভোটের খবরও পাচ্ছি।
জাপা চেয়ারম্যান আরও বলেন, আমাদেরকে ভোটে নিয়ে এসে কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি-না সেটা নিয়ে আমরা শঙ্কিত।
ঢাকা-১ আসনে ভোট কেনার অপরাধে জাতীয় পার্টির কয়েকজনকে আটক করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক নাটক হচ্ছে দেশে। আমাদের যারা প্রার্থী তারা ভোট কিনতে যাবে এটা অবিশ্বাস্য মনে হয়। আমাদের প্রার্থীরা এমনিতেই ভোট পাওয়ার যোগ্য।
শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন ইলেকশনে যেহেতু এসে গেছি সেহেতু বর্জন করার সুযোগ নেই। ফলাফল দেখে আমরা পরবর্তী কর্মসূচি দেব। তবে লক্ষণ ভালো দেখছি না।
পূর্বকোণ/জেইউ