চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

নির্বাচনি টহল দেওয়ার সময় দুর্ঘটনায় বিজিবির ৪ সদস্য আহত

অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি, ২০২৪ | ১:৪৬ অপরাহ্ণ

ভোলার মনপুরায় নির্বাচনী দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি টহল গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ওই দুর্ঘটনায় বাহিনীর চারজন সদস্য আহত হয়েছেন।

তাদের মধ্যে হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণকে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জহির জানিয়েছেন।

অন্য দুইজনের আঘাত কম হওয়ায় তারা ব্যারাকে ফিরে গেছেন বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা কামরুল বলেন, মনপুরা উপজেলায় নির্বাচনি ডিউটিতে ছিল নৌবাহিনী ও বিজিবির দু’টি টহল দল।

‌‘বিকাল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল দলটিকে বহন করা টমটম গাড়ির সামনের অংশ ভেঙে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ৪ বিজিবি সদস্য আহত হন।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট