চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পুলিশের ছুটি বাতিল ও থানাগুলোকে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৩২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দেশের প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠনের  নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক (অপারেশন্স) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে ছুটি বাতিল করা হয়নি। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত বড় একটি অনুষ্ঠান, তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সদস্যদের ছুটি নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। তবে কারও জরুরি বিষয় থাকলে সেখানে ভিন্নতা থাকবে।’ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও হুমকি কিংবা আশঙ্কার খবর নেই। তারপরও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রত্যেক থানায় একটি করে কুইক রেসপন্স টিম গঠন করার বিষয়ে আইজি স্যারের নির্দেশনা রয়েছে। আমরা সার্বিক বিষয়ে নিরাপত্তা জোরদার করেছি।’

 

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি  (হেডকোয়ার্টার্স) মিয়া মাসুদ করিমের সই করা একটি নির্দেশনায় বলা হয়েছে—‘আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নির্বাচনকালীন ফোর্স মোতায়েন পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পুলিশ বা নন-পুলিশ সদস্যরা আগামী ২২ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলে হাজির থাকবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট