
গ্রিডের সঙ্গে যুক্ত না হলেও আশা দেখাচ্ছে ভোলার গ্যাস। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এ জন্য ভোলায় গ্যাসের উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। পাইপলাইন নির্মাণ করতে যে খরচ হবে তার তুলনায় কম গ্যাস পাওয়া গেলে প্রকল্পটি বাণিজ্যিকভাবে লাভজনক হবে না। তাই ভোলায় গ্যাসের উৎপাদন বাড়িয়ে অন্তত বরিশাল পর্যন্ত এই গ্যাস নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান।
সম্প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে ভোলা থেকে বরিশাল পর্যন্ত পাইপলাইন নির্মাণ করবে। এরপর বরিশাল থেকে খুলনা পর্যন্ত আরও একটি পাইপলাইন নির্মাণ করা হবে। মূলত এভাবেই ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে এলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিপুল শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে। খুলনা ও বরিশালে বন্ধ কারখানাগুলো ফের চালু করা যাবে। পদ্মা সেতুর জন্য যোগাযোগ সহজ হওয়ায় এই এলাকার প্রতি উদ্যোক্তাদের এমনিতেই নজর রয়েছে। এর সঙ্গে জ্বালানির সংস্থান হলে নতুন নতুন কারখানা নির্মাণে অনেকে আগ্রহী হবেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ