চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের যে কথা হলো

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৩ | ৯:০৪ অপরাহ্ণ

ছুটি কাটিয়ে ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।

তবে বৈঠকের বিষয়ে পিটার হাস বা পররাষ্ট্র সচিব গণমাধ্যমে কোনো কথা বলেননি। অবশ্য পরে মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ওই পোস্টে বৈঠকের বিষয়ে জানানো হয়, ‌‘দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করতে আজ রুটিন বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র সচিব মোমেন।’

এর আগে, সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, সমসাময়িক রাজনীতি, শ্রমনীতি ও নির্বাচন নিয়ে এ বৈঠক হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম।

এর আগে ১৬ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন পিটার হাস। ১০ দিনের ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন তিনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট