চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাঙামাটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন দীপংকরসহ ৫ জন

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৩ | ৭:০৯ অপরাহ্ণ

রাঙামাটির ২৯৯ নম্বর আসনে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারসহ ৫ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা হলেন- জেএসএস’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের অমর কুমার দে, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হারুনুর রশীদ মাতব্বর ও তৃণমূল বিএনপির শাহ হাফেজ মিজানুর রহমান।

রাঙামাটি আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোশারফ হোসেন খান ৫ জনের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের হাতে এ ফরম জমা দেন। প্রায় ২ শতাধিক নেতাকর্মীসহ ফরম জমা দেন দীপংকর। এ সময় দীপংকরের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, চিংকিউ রোয়াজা, আওয়ামী লীগের সহ সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী বাঘাইছড়ি পৌরমেয়র জমির উদ্দিন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই চাইন চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের শীষ নেতারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট