চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে জাপা

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৩ | ১১:৫৩ অপরাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে সোমবার (২০ নভেম্বর)। যা চলবে ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।

 

রবিবার (১৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

 

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে। ফরমের দাম ৩০ হাজার টাকা ঠিক করা হয়েছে।

 

তিনি আরও জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব স্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট