চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আওয়ামী লীগ নেতারা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩ | ৫:০৬ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ থেকে শুরু হচ্ছে দলটির মনোনয়নপত্র বিতরণ। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে ঢাকায় ছুটোছুটি করছেন মনোনয়নপ্রত্যাশীরা।  দলীয় নেতারা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রস্তুতি ও কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা এখন ঢাকামুখী। চট্টগ্রামের ১৬ আসনের মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই ঢাকায় পৌঁছে গেছেন। আজকালের মধ্যে যাচ্ছেন অন্যরাও। ঢাকায় দলের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ ও ধর্ণা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

 

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম ঢাকায় অবস্থান করছেন বলে জানান। গতরাতে তিনি পূর্বকোণকে বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু হয়েছে। চট্টগ্রামসহ সারাদেশের মনোনয়নপ্রত্যাশীরা এখন ঢাকায় দলীয় কার্যালয়ে ভিড় জমিয়েছেন।’ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদের বেশিরভাগই ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে যারা যেতে পারেননি তারা আজকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য আজকে (শনিবার) ঢাকায় যাবেন।’

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম আজ (শনিবার) থেকে বিতরণ ও জমা কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম চলবে। গতকাল (শুক্রবার) আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়ে গেছে।

 

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চট্টগ্রাম বিভাগের উপ-কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন সাকিব পূর্বকোণকে বলেন, ‘আজ (শনিবার) সকাল সাড়ে আটটা থেকে কার্যক্রম শুরু হবে। ফরম বিতরণ শুরু হবে ১০টায়।’ তিনি বলেন, ‘প্রতিটি ফরমের মূল্য রাখা হয় ৫০ হাজার টাকা। দলীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করলে টাকা নগদে প্রদান করতে হবে। আর অনলাইনে সংগ্রহ করলে অনলাইনে জমা করতে হবে।’

 

তিনটি পদ বাধ্যতামূলক :

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানে দলের অতীত-বর্তমানের তিনটি পদ-পদবি উল্লেখ করা বাধ্যবাধকতা করে দেয়া হয়েছে। এটিকে ভালো উদ্যোগ বলে জানিয়েছেন মনোনয়নপ্রত্যাশীদের কয়েকজন। তারা বলেন, এই নিয়মের মাধ্যমে দলের সুবিধাভোগী ও হাইব্রিডদের দৌরাত্ম্য কিছুটা কমে আসবে।

 

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

 

দলীয় নেতা-কর্মীরা জানান, চট্টগ্রামের বিভিন্ন আসনে মনোনয়নপ্রত্যাশীরা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন। দলের হাইকমান্ডের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে অনেকেই বড় বহর নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হচ্ছেন।

 

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল মতে, আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়ার শেষদিন। ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট