পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪০ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের সুপারনিউমারিতে গ্রেড-৪ এ পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার (৬ নভেম্বর) অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ১২ কর্মকর্তা।
মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুবর রহমান শেখ।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করে সরকার। এরইপ্রেক্ষিতে ১৫২ পুলিশ সুপারের সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হলো।
পূর্বকোণ/এএইচ