চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মিরপুরে ঢাবির বাসে আগুন

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৩ | ৭:১০ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর রুটে চলাচলকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিআরটিসির এই দ্বিতল বাসটি ঢাবি শিক্ষার্থীদের নিয়মিত ট্রিপ দেয়। রবিবার বেলা ৩টার দিকে মিরপুরের বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 

বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন  বলেন, আমি শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন আমাকে বলল, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় বাঙলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানাতে পারেননি বাসটির চালক। তিনি জানান, তখন বাসে কেউ ছিল না।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট