চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৩ | ১২:৩৯ অপরাহ্ণ

আজ ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী নানা কর্মসূচির আয়োজন করেছে।

 

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। এরপর মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মোটিভেশনাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ নিয়ে রোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হবে। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট