চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

১২ বছর পর চুরির টাকা ফেরত দিল চোর, চাইলেন ক্ষমা

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৩ | ১২:২০ অপরাহ্ণ

এক যুগেরও বেশি সময় আগে ফরিদপুরের মধুখালীর একটি দোকান থেকে চুরি করা টাকা গোপনে ফিরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। খামে ভরে তিন হাজার টাকা ও একটি চিরকুট তিনি রেখে যান দোকানের শাটারের নিচে। পরিচয় গোপন রেখে চিঠি লিখে ক্ষমাও চান তিনি।

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মল্লিক। দীর্ঘদিন বাজারে ব্যবসা করেন তিনি। আজ বুধবার সকালে দোকান খুলতে গিয়ে একটি চিরকুট ও একটি খামে ৩ হাজার টাকা পান। সেই চিরকুটে এসব লেখা ছিল।

সালাম দিয়ে শুরু হওয়া চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমি প্রায় বারো বছর আগে আপনার দোকান থেকে টাকা চুরি করেছিলাম। টাকার পরিমাণ প্রায় ৩ থেকে ৪ হাজার টাকার মতো।’

‘আমি আসলে গরিব মানুষ। কি বলব, শয়তানের অসওয়ায়ই হোক আর নিজের অভাবের কারণেই হোক, চুরি করার কারণেই হোক আমি আমার ভুল স্বীকার করছি। আসলে আমি বিষয়টা নিয়ে খুব লজ্জিত এবং অনুতপ্ত। আর এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।’

এ বিষয়ে ব্যবসায়ী কাইয়ুম মৌলিক বলেন, ‘প্রতিদিনের মতো আজ বুধবার সকালে দোকান খুলি। শাটারের পাশেই দেখি, একটি খাম পড়ে আছে। তা উঠিয়ে দেখি, খামের মধ্যে চিঠির মতো মনে হয়। খুলে দেখি একটি চিঠি এবং ৩ হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি, তিনি যেন সুখে থাকে। আমি তাঁকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন।’

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এ রকম লোকের দেখা পাওয়া দুষ্কর।’

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট