চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা বাস মালিক সমিতির

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৩ | ৭:১৮ অপরাহ্ণ

সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তবে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি।

 

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বাস মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

 

এতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস ও মিনিবাস চলবে। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা সাড়া দেবে না। ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। মালিক-শ্রমিকরা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়ি চলাচল করবে।

 

এর আগে এদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট