চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিদওয়ানুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। পরে সকাল সাড়ে ১০টায় ঢাকার ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ।

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিস্তৃত কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন অধ্যাপক রিদওয়ানুর রহমান।

তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

জানা গেছে, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানে প্রথম নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদে ও দ্বিতীয় নামাজে জানাজা একইদিন বাদ আছর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে শুক্রবার তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে, এই চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার সদস্য সচিব ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট