চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

আসছে শীত, বাড়ছে শীতের প্রসাধনী বিক্রি

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৩ | ২:২৪ অপরাহ্ণ

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমলেও আজ (২৪ অক্টোবর) এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছুদিন হল। শীতও আসি আসি করছে। দিন দিন কমছে তাপমাত্রা। ইতোমধ্যে পুরোদমে শীত না পড়লেও সারাদেশে রাতের বেলায় শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত থেকে ভোরের দিকে খুব শীত লাগছে। এ বছর অন্যান্য বছরের তুলনায় শীত বেশি পড়বে বলে জানা গেছে। শীতের আগাম সতর্কতা হিসেবে সারা দেশে শীতের প্রসাধনী (লোশন, পেট্রোলিয়াম জেলি, গিøসারিন) বিক্রি বেড়েছে। কারণ শীতকালে সবচেয়ে বেশি যা ভোগায়, তা হল ত্বকের শুষ্কভাব। শীতকালে ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ত্বক ফেটে গিয়ে রক্তও পড়তে পারে। এই শুষ্কতার হাত থেকে বাঁচতে অনেকে কোল্ড ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। মেরিল স্কয়ার নিয়ে এসেছে শীতের নানা প্রসাধনী। এরই মধ্যে লোশন, পেট্রোলিয়াম জেলি গিøসারিন পণ্যসামগ্রী বিকিকিনি শুরু হয়েছে। সব পেশার মানুষের ক্রয়সামর্থ্যরে মধ্যে পাওয়া যাচ্ছে মেরিল স্কয়ারের সব প্রসাধনী। এখনই সময় হাতের নাগালের কাছে রাখুন মেরিলের নানা প্রসাধনী। যা প্রকৃতির বৈরি সময়ে আপনার বন্ধুর মতো কাছে থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট