চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সংসদে ৫ সদস্যের সভাপতি মণ্ডলী মনোনয়ন

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ

জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের পঞ্চম অধিবেশনের শুরুতে সভাপতি মণ্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।

 

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন, মো. আব্দুস শহীদ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তানভীর শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও বেগম নার্গিস রহমান।

 

সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতি মন্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।

 

আজ রবিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট