চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

২৮ অক্টোবর জনতার মহাসমুদ্রে পরিণত হবে ঢাকা: কাদের

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩ | ৯:১৫ অপরাহ্ণ

আগামী ২৮ অক্টোবর রাজধানী জনতার মহাসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, রাজধানীতে মহাসমাবেশে ডেকেছে বিএনপি। আমাদেরও সেদিন কর্মসূচি আছে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট জনতার মহাসমুদ্রে পরিণত হবে।

 

শনিবার ২১ অক্টোবর সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ তো আমাদের কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নাই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচে টানেল, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে।

 

তিনি বলেন, ওইদিন বিকালে ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে। কোথায় কী হবে? করবেন? কয়দিন সময় দেবেন? আমাদের আর সময় নাই। দাওয়াত দিচ্ছি আপনাদের।

 

তিনি বলে, ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, আমরা তো ২৮ তারিখেও আছি। ৪ তারিখেও আছি। ৪ তারিখে (৪ নভেম্বর) এই ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন।

 

কাদের বলেন, দেশে আর যেন ২০০১ থেকে ২০০৬ সালের পুনরাবৃত্তি না হয়। সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট