চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

দিনাজপুরের পৌর মেয়রের কারাদণ্ড, জরিমানা

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৩ | ১২:০৪ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

 

জাহাঙ্গীরকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রায়ে আরও উল্লেখ করা হয়, আত্মসমর্পণ না করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করবে।

 

বেঞ্চের বাকি চার জন হলেন—বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর সেলিম।

 

চলতি বছরের ১৮ আগস্ট আপিল বিভাগ নোটিশ দিয়েছিলেন, আদালত অবমাননার অপরাধে কেন তাকে সাজা দেওয়া হবে না।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সহসম্পাদক জাহাঙ্গীর আলম এদিন সকালে আপিল বিভাগে হাজির হন।

 

এর আগে ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিওতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বর্তমান বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে জাহাঙ্গীরের দেওয়া এক বক্তব্যের সূত্রে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়েছিল।

 

চার আইনজীবী—মোহাম্মদ হারুন-উর রশিদ, মাহফুজুর রহমান, মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান আবেদনটি করেছিলেন।

 

আপিল বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অবিলম্বে ভিডিওটি অপসারণের নির্দেশ দিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট