চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ি পেতে যাচ্ছে ডিসি-ইউএনওরা

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৩ | ১১:৫২ অপরাহ্ণ

প্রতিটি গাড়ি প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল ২৬১টি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গাড়িগুলো পাবে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

 

বুধবার (১১ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করতে কোনো দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে এসব গাড়ি কেনা হবে।

 

জানা গেছে, ডিসিদের জন্য ৮৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৬১টি গাড়ি কেনা হবে। এ ছাড়া ইউএনওদের জন্য ২৯১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ২০০টি গাড়ি কেনা হবে। প্রতিটি গাড়ি কিনতে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয় হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট