চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ঢাকায় মার্কিন কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৩ | ৫:২৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় আসেন।

আজ রবিবার (১ অক্টোবর)  এ তথ্য জানা গেছে।  

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার পাকিস্তান সফর শেষে ঢাকা সফরে এসেছেন। সফরকালে তিনি দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রেনা বিটার আলোচনা করবেন। তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে। সফর শেষে সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট