চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

লন্ড‌নের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৪৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে ১৩ দিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রওনা হন তিনি। আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

 

লন্ড‌নে বিমানবন্দ‌রে যুক্তরা‌জ্যে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার সাইদা মুনা তাননীম প্রধানমন্ত্রী‌কে স্বাগত জানা‌বেন। এরপর হো‌টেল ল‌বি‌তে যুক্তরাজ‌্য আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী‌কে অভ‌্যর্থনা জানা‌বেন।

 

যুক্তরাজ‌্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারুক জানান, আগামী ২ অক্টোবর সোমবার প‌শ্চিম লন্ড‌নের এক‌টি বড় হ‌লে ক‌য়েক হাজার মানু‌ষের উপ‌স্থি‌তি‌তে নাগ‌রিক সভা করার সকল প্রস্তুতি সম্পন্ন ক‌রে‌ছে প‌রিকল্পনা যুক্তরাজ‌্য আওয়ামী লী‌গ।

 

আগামী ৪ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছান শেখ হাসিনা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট