৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৭ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
আটক কেবিন ক্রুর নাম মৌসুমী।
আলমগীর হোসেন বলেন, ‘সকাল ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় আসে। সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। তাকে কাস্টম জোনে এনে তল্লাশি করা হলে ১০ কেজি সোনা পাওয়া যায়।’
সূত্র: বাংলা ট্রিবিউন
পূর্বকোণ/পলাশ
The Post Viewed By: 619 People