চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল নভেম্বরে, নির্বাচন জানুয়ারিতে: ইসি আনিছুর

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৫৭ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের শুরুর দিকে ঘোষণা এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন-সংক্রান্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

 

তিনি বলেছেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করব। এর আগে তৈরি করব নির্বাচনের পরিবেশ। আমরা চাই সবাই মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। রাজনৈতিক বিষয়ে আমরা কথা বলতে চাই না। কারণ, আমরা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছি। সংবিধানের মধ্যে থেকে আমরা সবকিছু করছি। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। আশা করছি, এই বিষয়গুলো কোনো না কোনোভাবে মীমাংসা হয়ে যাবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট