চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আসছে বিএনপির ধারাবাহিক কর্মসূচি

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

সরকার পতনের এক দফা দাবিতে আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সরকার পতনের এক দফা দাবিতে এবং তরুণরা ভোট দিতে না পারার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর এবং রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছেন। আর এক দফা দাবিতে বিএনপির কর্মসূচি আগামী ১৮ সেপ্টেম্বর আমরা আপনাদের (সাংবাদিক) বিস্তারিত জানাব। ১৮ সেপ্টেম্বর আমরা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করব।’

তিনি বলেন, ‘সবাই একমত যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সংসদে যে জাতীয় পার্টি আছে তারাও বলছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট