চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

দেশে সরকারি হাসপাতালে জন্ম নিল প্রথম ‘টেস্টটিউব শিশু’

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪১ অপরাহ্ণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় মেডিক্যাল কলেজ হাসপাতালে টেস্টটিউব বেবি (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) জন্ম নিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মা-বাবাসহ এই দুরূহ কাজটির সাথে জড়িত সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘হাসপাতালের বন্ধ্যত্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় জন্ম নিয়েছে টেস্টটিউব শিশু।’

তিনি আরো বলেন, প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে সবাইকে বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট