চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১৬ যুবক

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:০৬ অপরাহ্ণ

ভারতে ৩ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ১৬ যুবককে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

হস্তান্তরকৃতরা হলেন বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, কাজের সন্ধানে ভারতে তামিলনাড়ু রাজ্যে যান তারা। সেখানে বিভিন্ন দোকান ও খাওয়ার হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের ৩ বছরের সাজা দিলে তাদের জেলে পাঠানো হয়। সাজার মেয়াদ শেষে রোববার রাত সোয়া ৭টার দিকে ওই যুবকদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, ফেরত আসা যুবকরা গত সাড়ে তিন বছর আগে চোরাই পথে দালালদের মাধ্যমে ভারতের তামিলনাড়ু রাজ্যে যান। সেখানে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে, তাদের ৩ বছর সাজা হয়। রোববার তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট