চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

রাজনীতির গতিপথ কোন দিকে?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

মোহাম্মদ আলী

৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই উত্তাপ চলছে দেশের রাজনীতির অঙ্গনে। বিএনপিসহ বিরোধীদলগুলো একদফা দাবিতে মাঠে নামলেও সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন করতে অনড় অবস্থানে সরকার। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি মাঠের লড়াইয়ের পাশাপাশি সমানে বাকযুদ্ধও চালিয়ে যাচ্ছে।

 

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান গত শনিবার একটি অনুষ্ঠানে বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন- ‘নভেম্বরে প্রথমার্ধে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।’

 

এদিকে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই দেশের মানুষের মধ্যে দেখা দিচ্ছে নানা প্রশ্ন। কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতির গতিপথ? এ নিয়ে জনগণের মধ্যে আছে উদ্বেগ-উৎকণ্ঠাও।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন- যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেদিনই হবে এ সরকারের অন্তিম যাত্রা’। রুহুল কবির রিজভীর এ মন্তব্য প্রসঙ্গে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- ‘বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা, ধূলিসাৎ করা। ২০১৪ সালে তারা সেই অপচেষ্টা করেছিল, ২০১৮ সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখন সেই অপচেষ্টা চালালে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।’

 

রাজনৈতিক বোদ্ধাদের মতে- নির্বাচন নিয়ে এ দুই রাজনৈতিক নেতার বক্তব্য থেকে এটাই স্পষ্ট যে, আগামী নির্বাচনকে সামনে রেখে দুইদলই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। একদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দিনদিন আন্দোলনের গতি বাড়াবে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগ দেশের সংবিধান মতে নির্বাচন করতে চাইবে। এ অবস্থায় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হবে দেশের পরিস্থিতি। তাতে বিঘœ হওয়ারও শঙ্কা রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, ‘বিএনপি এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার বিএনপির দাবি মেনে না নিলে আগামীতে কেন্দ্র থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কার্যালয় ও বাংলাদেশ সচিবালয় ঘেরাওসহ নানা কর্মসূচিও দিতে পারে বিএনপি।’

 

বিএনপির বক্তব্যের প্রসঙ্গে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম দৈনিক পূর্বকোণকে বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দলটি ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না। তাদের আন্দোলন সময় মতো রুখে দিবে আওয়ামী লীগ।’

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট