চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না’

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের কাছে যদি ক্ষমতা যায়, তাহলে আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।’

 

রবিবার (২৭ আগস্ট) বিকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে জীবিত রাখতে হবে। তাই আপনারা গ্রামের মানুষদের বুঝিয়ে বলবেন।’

 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জন্ম না নিলে হয়তো আমরা দাসত্বের মধ্যে থেকে যেতাম। তৎকালীন যারা রাজনীতি করতেন, তাদের একটা উদ্দেশ্য ছিল। একমাত্র বঙ্গবন্ধু ছিলেন তাদের মধ্যে আলাদা। বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানিরা হত্যা করতে পারেনি। অথচ বাংলাদেশের মানুষ তাকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা। বঙ্গবন্ধু পরিবারের একজনকেও যদি জীবিত রাখি, তাহলে বাংলাদেশ জীবিত হয়ে যাবে। তার বড় প্রমাণ হলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

 

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আজকে শেখ হাসিনা আমাদের একটি বাংলাদেশ দিয়েছেন, যে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আমাদের মর্যাদা এনে দিয়েছেন। যেখানে গৃহহীনরা বলতে পারে আমাদের ঘর আছে। যাদের বিদ্যুৎ ছিল না তারা আজকে বলতে পারে আমরা বিদ্যুৎ পেয়েছি। যেখানে মানুষের কথা কেউ শুনত না, সেখানে আজকে গণতন্ত্র এসেছে। তাই আজকে আমরা শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে বলতে পারি-আমরাও আছি এবং আমরাও পারি।’

 

দেশকে ষড়যন্ত্র থেকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই। যদি বাংলাদেশ না থাকে তাহলে বঙ্গবন্ধুর কিছু যায়-আসে না। কিন্তু আমাদের যায়-আসে। তাই আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট