ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে চলতি বছর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেঙ্গু আক্রন্ত হয়ে চলতি বছর ৫০৬ জনের মৃত্যু হয়েছে । গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ছয় হাজার ৪২৯ জন। বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানা গেছে।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
পূর্বকোণ/আরআর/পারভেজ