চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ট্রলকারীরা সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত: রিয়াজ

বিনোদন ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবন্ত সড়কে রিয়াজের ছবি লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ট্রল করছেন তারা সরকারের উন্নয়ন নিয়ে ঈর্ষান্বিত বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।

 

সোমবার (১৪ আগস্ট) এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

 

এক প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, যারা ট্রল করছেন তারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে করছেন। ঘটনার সূত্রপাত চট্টগ্রামের সর্বশেষ মেয়র নির্বাচনকে কেন্দ্র করে। আমি সেখানে এক প্রচারণায় বলেছিলাম, যে রাস্তা দিয়ে এলাম তা ইউরোপের রাস্তার মতো। বিশেষ করে মেরিন ড্রাইভ। আমি এখনো সেই অবস্থানেই আছি এবং আমার বক্তব্য পরিবর্তন করবো না।

 

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে। জলাবদ্ধতা আসলে চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার সমাধান করবেন মেয়র বা সংশ্লিষ্টরা। আমরা চাই সমস্যার সমাধান হোক। যারা ট্রল করছেন তারা সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়েই করছেন। শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ নিয়েই তারা এমনটি করে আসছেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট