চিনির দাম কেজিতে ৫ টাকা কমানো হয়েছে। এতে খুচরা পর্যায়ে প্যাকেটজাত চিনির দাম হবে প্রতি কেজি ১৩৫ টাকা ও খোলা চিনি ১৩০ টাকা।
আজ রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, আগামী ১৪ আগস্ট থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সংগঠনের নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ