আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলব কারা, তা এখন অনেকটাই প্রকাশ্য। তবে এখনও অজানা রয়ে গেছে অনেক প্রশ্নের উত্তর।
দেশের নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের শনাক্ত করতে করণীয় বলতে গিয়ে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, কিছু সত্য উন্মোচিত হওয়া দরকার। গবেষকরা বলছেন, এই দাবির পেছনে যেমন যৌক্তিক আবেগ আছে, তেমনি রয়েছে জরুরি কিছু প্রশ্নের না পাওয়া উত্তর খোঁজার দায়। বিচার শেষ হওয়ার পরে কেন এই কথা মনে হচ্ছে প্রশ্নে তারা বলছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড সাধারণ কোনও হত্যাকাণ্ড ছিল না। ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে জন্মের পরেই মেরে ফেলার দেশি-বিদেশি ষড়যন্ত্র। সে কারণে ১৫ আগস্টের হত্যাকারীদের বিচার সম্পন্ন হলেও এ ঘটনার নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনের বিকল্প নেই।
পূর্বকোণ/এসি