চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

খালেদা জিয়া হাসপাতালে

অনলাইন ডেস্ক

৯ আগস্ট, ২০২৩ | ১১:২৯ অপরাহ্ণ

চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি থাকতে হবে বেগম জিয়াকে।

এর আগে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় দলের জ্যেষ্ঠ নেতারাসহ অংসখ্য নেতাকর্মী গুলশানে জড়ো হন। নেত্রীকে একনজর দেখার জন্য তারা বৃষ্টিতে ভিজে ভিজেই অপেক্ষা করেন। খালেদা জিয়ার সুস্থতাও কামনা করেন তারা।
 
গত ১২ জুন মধ্যরাতে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ জুন সন্ধ্যায় হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট