চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

রাজধানীতে বিএনপির বিরুদ্ধে পুলিশের ১১ মামলা, গ্রেপ্তার ১৪৯

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ | ৬:৪০ অপরাহ্ণ

রাজধানীতে গতকাল (২৯ জুলাই) পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ।

 

এজাহারে আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকেও। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েক শ নেতাকর্মীকে। এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিপুণ রায়সহ ১৯ জন পলাতক।

 

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত গ্রেপ্তার ১৪৯ জন। মামলায় আসামিদের বিরুদ্ধে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাইকে আজ (৩০ জুলাই) আদালতে নেয়া হবে।

 

ডিএমপির ডিসি (মিডিয়া) ফারুক হোসেন বলেন, তারা বাস ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ ঘটায়, পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের সরকারি কাজে বাধাদান করে। এই যে অপরাধগুলো হয়েছে এতে ঢাকা মহানগরের ৭টি থানায় মোট ১১টি মামলা এ পর্যন্ত দায়ের হয়েছে। এই ১১টি মামলায় এজাহারভুক্ত মোট আসামির সংখ্যা ৪৬৯ জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট