চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অক্টোবরের আগে তফসিল নয়: সিইসি

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২৩ | ৩:২১ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হচ্ছে না।

 

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

সিইসি বলেন, ‘এটা আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়নি। ৯০ দিন সময়, ওর সঙ্গে মিলিয়ে বলেছিলাম সেপ্টেম্বরে তফসিল। তারপরে দেখেছি, অক্টোবরের আগে এটা সম্ভব না।’

 

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট ডিসেম্বরের লাস্ট উইকের আগে সম্ভব না। এটা তো আমাদের প্ল্যানে (রোডম্যাপে) বলে দেওয়া আছে। ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইক। ওই জিনিসটাই গুরুত্বপূর্ণ।’

 

সবশেষ নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২০০৮ সালের ২ নভেম্বর, ২০১৩ সালের ২৫ নভেম্বর ও ২০১৮ সালের ৮ নভেম্বর।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট