চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ক্ষমতাসীনদের কাঁপন শুরু হয়েছে: নুরুল হক

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ

ক্ষমতাসীনদের কাঁপন শুরু হয়েছে। তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক (নুর)।

 

আজ শুক্রবার (২৮ জুলাই) নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ হয়।

 

বিএনপির সমাবেশ সামনে রেখে কয়েকদিন ধরে ঢাকার প্রবেশপথগুলোয় তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিএনপি নেতাদের বাড়ি ও হোটেলে হোটেলে তল্লাশি চালিয়ে দলটির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

 

এ প্রসঙ্গে নুরুল হক বলেন, সারা দেশে অলিখিত হরতাল করেছে আওয়ামী লীগ সরকার। মাফিয়ারা গাড়িতে পতাকা লাগিয়ে ঢাকায় প্রবেশ করছে। এরপরও বিরোধীদের থেকে তিন ভাগের এক ভাগ লোক হয়নি তাদের শান্তি সমাবেশে।

 

আন্দোলন শুরু হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিজয় ছাড়া আর এই আন্দোলন থামবে না। দাবি আদায় না করে ঢাকা ছাড়া হবে না।

 

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশ নামে আমাদের আন্দোলন বানচাল করার চেষ্টা করছে। পুলিশ মানুষের ফোন চেক করছে। মানুষের অধিকার হরণ করছে। আমাদের কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড। আমরা হামলা মামলায় ভয় পাই না।’

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট