বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছে।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টায় বৃষ্টি উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হয়। এতে অংশ নিয়েছেন দলটির হাজার হাজার কর্মী-সমর্থক। তারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পল্টন এলাকা।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
যুগপৎ ধারায় ঘোষিত এক দফা দাবি নিয়ে আজ সকাল থেকেই দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও আশেপাশের এলাকায়। বেলা ১১টার মধ্যেই বিএনপি নেতা-কর্মীদের অংশগ্রহণে ভরে যায় সমাবেশস্থল। পরে আশপাশের মতিঝিল, কাকরাইল, মালিবাগ এলাকা ছাড়িয়ে গেছে নেতা-কর্মীদের ভিড়।
পূর্বকোণ/এএইচ