চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

শিক্ষাই একমাত্র সম্পদ যা কেড়ে নেয়া যায় না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ | ১১:২৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাই একমাত্র সম্পদ যা কেড়ে নেওয়া যায় না। আমি অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ করব তারা যেন সন্তানদের প্রতি বিশেষ নজর দেন, বিশেষ করে লেখাপড়ার প্রতি।

শুক্রবার (২৮ জুলাই) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ করার পর সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

কৃতকার্য সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদের আগাম অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আর যারা কৃতকার্য হতে পারেনি তাদের হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের ক্ষতি করে। আগামীতে যাতে আরও ভালোভাবে পাস করতে পার, সেভাবে প্রস্তুতি নাও।

জীবনে শিক্ষা সব সময় প্রয়োজন হবে উল্লেখ করে অভিভাবকদের প্রধানমন্ত্রী বলেন, আপনাদের ছেলেমেয়েদের শিক্ষার প্রতি আরও আন্তরিক হতে হবে। তারা কী করছে, কোথায় যাচ্ছে, কী পড়ছে সেদিকে ভালোভাবে নজর রাখতে হবে।

তিনি এ বছর এসএসসি পরীক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করতে গিয়ে বলেন- মেয়েদের তুলনায় ছেলে পরীক্ষার্থীদের সংখ্যা কম। এর পর এর কারণ সন্ধানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট