সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গণমাধ্যমের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন, ‘আপনারা সবসময় ময়লা খোঁজেন কেন? আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আপনারা ভালো জিনিস দেখবেন। আপনাদের কারণেই বিদেশি রাষ্ট্রদূতরা এক্সট্রা অ্যাকটিভ। অ্যাকটিভ রাষ্ট্রদূতগুলো বিভিন্ন রকম অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করে। এটি আপনাদের কারণে এবং এটি একটি সংস্কৃতি তৈরি হয়েছে অনেকদিন ধরে। এটি বন্ধ হওয়া উচিত।’
বৃহস্পতিবার (২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ এগিয়ে চলেছে’ শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।