চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিএনপির সঙ্গে কোন সংলাপ নয় : কাদের

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৩ | ২:১১ অপরাহ্ণ

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

মঙ্গলবার (২৫ জুলাই) সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

 

কাদের বলেন, কম্বোডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির খুশি হওয়ার কোন কারণ নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমনটি হবে না।

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে দেশ নিরাপদ নয়, দেশের উন্নয়ন নিরাপদ নয়। তাই অপশক্তিকে রুখতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। আর কোন ছাড় দেওয়া হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিকবার বিএনপির সঙ্গে কোন সংলাপ হবে না বলে জানিয়েছিলেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট