চট্টগ্রাম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মধ্যরাত থেকে ডাকা অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০২৩ | ৯:৩৭ অপরাহ্ণ

অ্যাম্বুলেন্স থেকে বিআরটিএ’র ট্যাক্স নেওয়া বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। যা আজ রাত ১২টা থেকে সারাদেশে কার্যকরের কথা ছিল।

 

আজ সোমবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা।

 

সমিতির অন্যান্য দাবিগুলো হচ্ছে- অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেটকারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে; অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে; দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে; রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নিতে ব্যবস্থা করে দিতে হবে এবং সড়কে হয়রানি মুক্ত ও নিবিঘ্নে পথচলা নিশ্চিত করতে হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট